রাজগঞ্জ: বনবস্তির মহিলাদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে জঙ্গলের শালপাতা। রাজগঞ্জ ব্লকের বনবস্তির অনেক মহিলা শালপাতার থালা বানিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের বৈকণ্ঠপুর জঙ্গল ঘেষা ললিতাবাড়ি এলাকার প্রায় ২৫ জন মহিলা জঙ্গল থেকে শালপাতা এনে সেলাই করে বিক্রি করছেন। তাঁদের মতো মেনঘড়া, সিমলাডাঙ্গি, পানাশগুড়ি সহ বিভিন্ন বনবস্তির মহিলারা শালপাতার থালা সেলাই করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।