বর্ধমান, ২৬ এপ্রিলঃ অন্তঃসত্ত্বাকে লকডাউনের মাঝে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। নিরুপায় হয়ে ওই অন্তঃসত্ত্বা বাঁকুড়ার পাত্রসায়ের থানার রাসপূর্ণিমা তলায় মায়ের বাড়ি যাওয়ার জন্য বোলপুর থেকে রেলপথ ধরে হাঁটা শুরু করেন। শনিবার রাতে পূর্ব বর্ধমানের বনপাশ রেল ষ্টেশন থেকে গুসকরা বিট হাউসের পুলিশ তাঁকে উদ্ধার করেন। পাশাপাশি রাতের খাওয়ার বন্দোবস্ত করা হয়। এরপর রবিবার বর্ধমান আদালতে তাঁকে পেশ করা হয়। সিজেএম রতন কুমার গুপ্তা ওই মহিলাকে তাঁর গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গুসকরা বিট হাউসের ওসিকে নির্দেশ দিয়েছেন।