চুল ও ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করতে পারেন। এতে থাকা ভিটামিন, প্রাকৃতিক চিনি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বল বাড়ায়, চুল ভালো রাখে।
আসুন জেনে নিই ত্বক ও চুলে গোলাপজল ব্যবহারে যত উপকার-
১. ত্বকে অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে গোলাপজল। তুলা গোলাপজলে ভিজিয়ে ত্বকে চেপে লাগিয়ে শুকিয়ে নিন।
২. ত্বককে শুষ্ক ও রুক্ষতা দূর করে গোলাপজল। এ ছাড়া চোখের ক্লান্তি দূর করতে গোলাপজলে তুলা ভিজিয়ে চোখের ওপর রেখে দিন। চোখের ফোলা ভাবও কমে যাবে।
৩. সমপরিমাণ গোলাপজল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগলে ব্রণ দূর হবে।