রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা ভোটের আগে কৃষকদের মন পেতে তৎপর বিজেপি। জনসংযোগে গেরুয়া শিবিরের অন্যতম লক্ষ্য এখন, দেশের কৃষক সম্প্রদায়। দেশের কিছু অংশের কৃষক সমস্যা বিজেপির উদ্বেগ বাড়িয়েছে। সেই পরিস্থিতিতে কৃষকের মন পেতে কেন্দ্রীয় বাজেটে কৃষক কল্যাণ প্রকল্পের ঘোষণা করে লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক দিয়েছেন নরেন্দ্র মোদি। এবার ভোটের আগে কৃষকদের ঘরে ঘরে সেই কেন্দ্রীয় প্রকল্পের প্রচারকে নিয়ে যেতে চান মোদি,অমিত শাহরা। লক্ষ্য, কৃষকদের সমর্থনকে দলের ভোটবাক্সে প্রতিফলিত করা। তাই কৃষকদের জনসমর্থন আদায়ে দলের কৃষক সংগঠন কিষাণ মোর্চাকে পথে নামাচ্ছে বিজেপি। বিভিন্ন রাজ্য থেক