সুমিত বিশ্বাস ও টিটুন মল্লিক: জঙ্গলমহল (Junglemahal)নিয়ে ফের লাল সতর্কতা জারি হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, ফের সক্রিয় হয়ে উঠেছে মাওবাদীরা (Maoists)। যে কোনও সময় নাশকতার ঘটনা ঘটাতে পারে। তার প্রমাণ মিলেছে মাওবাদী বনধে। যে বন্ধে বিপুল সাড়া মিলেছিল জঙ্গলমহলে। যে জঙ্গলমহলে দীর্ঘদিন মাওবাদীদের কোনও অস্তিত্ব খালি চোখে দেখা যায়নি, সেখানে এভাবে বনধের প্রভাব কিভাবে দেখা গেল? সূত্রের খবর, এই ঘটনাতেই টনক নড়ে পুলিশ ও প্রশাসনের। সন্দেহ জাগে, তাহলে কী তলে তলে ফের সংগঠনকে চাঙ্গা করতে সক্ষম হয়েছে মাওবাদীরা। জঙ্গলমহলে ফের নিজেদের আধিপত্য বিস্তার করেছে?