নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু করে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই ইতিমধ্যেই ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে আমূল পরিবর্তন এনেছে। এবার টুর্নামেন্টকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পাওয়ার প্লেয়ারের ধারণা রূপায়নের কথা ভাবছে আয়োজক সংস্থা। আইপিএলের সর্বোচ্চ পরিচালন সংস্থা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, প্রত্যেকটি দলকে