সোনা জয়ের লক্ষ্যে শরথরা ফাইনালে আয়োজক ইংল্যান্ডের প্যাডলার জুটি পল ড্রিঙ্কহল ও লিয়াম পিচফোর্ডের বিরুদ্ধে নেমেছিলেন। ভারতীয় প্যাডলাররা প্রথম গেম ১১-৮ ব্যবধানে জিতে গেলেও, এরপর কামব্যাক করে ব্রিটিশরা। ৮-১১ ও ৩-১১ স্কোরলাইনে জিতে যায় দ্বিতীয় ও তৃতীয় গেম। তবে জমি ছাড়েনি ভারতের তারকা জুটি। চতুর্থ গেমে দুরন্তভাবে কামব্যাক ঘটিয়ে ১১-৭ গেম জিতে নেন তাঁরা। ম্যাচে ২-২ সমতায়ও ফেরেন। তবে শেষ গেমে পারলেন না শরথরা। ৪-১১ হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁদের।
সেমিফাইনালে অস্ট্রেলিয়া প্রথম কোয়ার্টারে গোল করে ১-০ লিড নেয়। ১০ মিনিটের মাথায় গোল করেন রেবেকা গ্রেইনার। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। চতুর্থ তথা শেষ কোয়ার্টারে গোল করে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। বন্দনা কাটারিয়া ৪৯ মিনিটে সমতা ফেরান। নির্ধারিত ৬০ মিনিটের শেষে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে যায়। ফলে লড়াই গড়ায় শুট-আউটে।
গত চার ম্যাচের মতো পঞ্চম ম্যাচেও টিম ইন্ডিয়া আগ্রাসী ব্যাটিং করে। ঈশান দ্রুত ফিরলেও, প্রথম ছয় ওভারে ভারত ৫৩ রান তোলে। 'স্টপগ্যাপ' অধিনায়ক হার্দিক ১৬ বলে ২৮ রান করেন। মূলত শ্রেয়স, হুডা ও হার্দিকের জেরেই ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান তোলে। সেটাই এই ক্যারিয়ানদের জন্য যথেষ্ট ছিল।
শ্রীলঙ্কায় এখন রীতিমতো অস্থিতিশীল পরিবেশ। অন্য রাষ্ট্রে পালিয়ে গিয়েছেন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে। দেশে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। জ্বালানি ও ওষুধপত্রের ভয়ংকর চাহিদা। কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র।
ক্রিকেট মহলের অনেকেই মনে করেছিলেন যে, ফর্মে ফেরার জন্য় এশিয়া কাপের আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ফিরতে পারেন কোহলি। কিন্তু আসন্ন জিম্বাবোয়ে সফরের জন্য যে, দল বেছে নেওয়া হয়েছে, সেখানে নেই প্রাক্তন ভারত অধিনায়ক!